এসব বক্তব্য দিয়ে চীন সরকার ভাগনারের বিদ্রোহকে যতই ছোট করে দেখানোর চেষ্টা করুক না কেন, রাশিয়া নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ অন্য শীর্ষ কর্মকর্তারা কিছুটা ঘাবড়ে গেছেন বলে মনে করছেন এলিজাবেথ উইশনিক। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির ওয়েদারহেড ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ এই গবেষকের মতে, কয়েক দিন আগে রাশিয়ায় যে ঘটনা ঘটেছে, তা সি চিন পিংয়ের জন্য হয়তো খুবই উদ্বেগের হবে। ওই ঘটনার ফলে রুশ সরকারের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এটা চীনের প্রেসিডেন্টের জন্য একটি উদ্বেগের বিষয়।
সাম্প্রতিক বছরগুলোয় পুতিনের সঙ্গে সম্পর্ক বেশ জোরদার করেছেন সি। নিজের দেশে বরাবরই যেকোনো মূল্যে স্থিতিশীলতা ধরে রাখতে চায় তাঁর সরকার। এমন পরিস্থিতিতে ভাগনারের বিদ্রোহের মতো কোনো ঘটনা যদি চীনে ঘটে, তা সির জন্য সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন হবে। এ প্রসঙ্গে সাংহাইভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সেন ডিংলির বলেন, ‘মানুষ যতটা মনে করে, রাশিয়ায় পুতিনের নিয়ন্ত্রণ অতটা পোক্ত নয়—এমন ধারণা থেকে চীন আরও সতর্ক হবে বলে আমি মনে করি। শুধু চীন নয়, রাশিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজাখস্তান, ইউক্রেন, জার্মানি, যুক্তরাষ্ট্র—সবাই হিসাব–নিকাশ করবে।’