কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও মন অধৈর্য হয়ে থাকবে, তাই নিজেকে শান্ত রাখা প্রয়োজন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
পারিবারিক জীবন সুখময় হবে, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
রাগ এবং আবেগ- এই দুই যথাসাধ্য নিয়ন্ত্রণে রাখলে তবেই কর্মক্ষেত্রে সাফল্য মিলবে।
আরও পড়ুন- অলৌকিক পার্বতীকুণ্ড! সারে চর্মরোগ, স্থানীয়রা বলছেন, ‘জল ফিল্টারের থেকেও শুদ্ধ’
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হতে পারে, তবে নতুন কাজের খোঁজও পেতে পারেন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা তৈরি হতে পারে, যে কারণে মন অস্থির হয়ে থাকবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
জীবনের অন্য ক্ষেত্রে মনে প্রশান্তি থাকলেও কর্মক্ষেত্রে অশান্তি থাকবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে ঠিকই, তবে নতুন কোনও উদ্যোগে পদক্ষেপ না করাই ভাল।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
পারিবারিক সমস্যা বিব্রত করে রাখতে পারে, তবে কর্মক্ষেত্রে উন্নতির পথ সুগম হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
রাগ এড়িয়ে চলতে হবে, মনের অধৈর্য ভাব নিয়ন্ত্রণে রাখতে হবে- তবেই মিলবে সাফল্য।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
মন অস্থির থাকবে, তাই অপ্রয়োজনীয় বিতর্ক থেকে যথাসম্ভব দূরে থাকাই উচিত হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
খরচের সম্ভাবনা আছে, সেই দিকে সতর্ক থাকুন, ভ্রমণেরও যোগ রয়েছে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
মন শান্ত থাকলেও কথোপকথনে ভারসাম্য বজায় রাখা একান্ত জরুরি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscope